ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

পাকিস্তানে পৃথক হামলায় নিহত ৮ সেনা ও অপহৃত ৭ পুলিশ

পাকিস্তানে পৃথক হামলায় নিহত ৮ সেনা ও অপহৃত ৭ পুলিশ, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় ৮ সেনা সদস্য নিহত ও সাত পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেশটির পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তিরাহ এলাকায় স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) সংঘাতের ঘটনায় আট সেনা এবং ৯ সন্ত্রাসী নিহত হয়। দ্য পাকিস্তান তালেবান (টিটিপি) এসব হামলার দায় স্বীকার করে। ওই প্রদেশে পৃথক একটি হামলার ঘটনায় চেক পয়েন্ট থেকে সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে আরও জানিয়েছেন, হামলাকারীরা পুলিশ কর্মকর্তাদের কাছে থাকা অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে। মোহাম্মদ জিয়া উদ্দিন দ্বীন নামের অপর এক পুলিশ কর্মকর্তাও এই ঘটনা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

গত শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সাত সেনা সদস্য নিহত হন। ওই হামলার এক সপ্তাহ আগে প্রাদেশিক রাজধানীর একটি ট্রেন স্টেশনে একই গোষ্ঠীর বোমা হামলায় ১৪ সেনাসহ ২৬ জন নিহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় রোনালদোরা

রেকর্ড গড়ে আইপিএলে হ্যাট্রিক উইকেট শিকার চাহালের 

ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে হান্নান সরকারের স্থলাভিষিক্ত কে?

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও সাত ভেন্যুর নাম ঘোষণা

কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান পেলো জিআই স্বীকৃতি

নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল