ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানে পৃথক হামলায় নিহত ৮ সেনা ও অপহৃত ৭ পুলিশ

পাকিস্তানে পৃথক হামলায় নিহত ৮ সেনা ও অপহৃত ৭ পুলিশ, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় ৮ সেনা সদস্য নিহত ও সাত পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেশটির পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তিরাহ এলাকায় স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) সংঘাতের ঘটনায় আট সেনা এবং ৯ সন্ত্রাসী নিহত হয়। দ্য পাকিস্তান তালেবান (টিটিপি) এসব হামলার দায় স্বীকার করে। ওই প্রদেশে পৃথক একটি হামলার ঘটনায় চেক পয়েন্ট থেকে সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে আরও জানিয়েছেন, হামলাকারীরা পুলিশ কর্মকর্তাদের কাছে থাকা অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে। মোহাম্মদ জিয়া উদ্দিন দ্বীন নামের অপর এক পুলিশ কর্মকর্তাও এই ঘটনা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

গত শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সাত সেনা সদস্য নিহত হন। ওই হামলার এক সপ্তাহ আগে প্রাদেশিক রাজধানীর একটি ট্রেন স্টেশনে একই গোষ্ঠীর বোমা হামলায় ১৪ সেনাসহ ২৬ জন নিহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১