ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে বীজআলুর চরম সংকট কৃষক দিশেহারা

জয়পুরহাটের আক্কেলপুরে বীজআলুর চরম সংকট কৃষক দিশেহারা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে বীজআলুর চরম সংকটে কৃষক দিশেহারা হয়ে পড়েছে। হিমাগারে কৃষকের সংরক্ষিত ও বিভিন্ন কোম্পানী মিলে মোট চাহিদার অর্ধেকেরও বেশি পরিমাণ বীজআলু বাজারে সরবরাহ করলেও অধিকাংশ বীজ ব্যবসায়ীদের দোকান ও গুদামে বীজআলু নেই বলা হচ্ছে। কতিপয় অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বস্তায় হাজার টাকার বেশি অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৬ হাজার ১২০ হেক্টর জমিতে আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ৮১০ মেট্রিক টন বীজআলুর চাহিদা রয়েছে। বাজারে যে পরিমাণ বীজআলু সরবরাহ রয়েছে। তাতে বীজআলুর কোন সংকট থাকার কথা নয়। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে বীজআলু নিয়ে নিয়মিত তদারকি করছে।

উপজেলার  কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়  বিএডিসি, ব্র্র্যাক,  এসিআই, ইস্পাহানী, সুপীম (হীরা) ও ইউন কোম্পানীর বীজআলুর চাহিদা বেশি। ব্র্যাকের এ গ্রেডের বীজের মণ ৩ হাজার ১৬০  টাকা ও  বি-গ্রেডের ৩হাজার ৪০ টাকা। অনান্য কোম্পানীর বীজআলুর প্রকার ভেদে একটু দাম কম-বেশি রয়েছে।

আরও পড়ুন

তবে ব্র্যাকসহ অনান্য কোন কোম্পানীর আলুর বীজ খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না। খুচরা ব্যবসায়ীরা  নির্ধারিত মূল্যের চেয়ে এক থেকে দেড় হাজার টাকা বেশি দিলে তারা বীজআলু জোগাড় করে দিচ্ছেন। দোকানীরা বেশি দাম নিলেও কৃষকদের কোন রসিদ দিচ্ছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে পুলিশের ওপর হামলা, মারপিট

কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি

পঞ্চগড়ের আটোয়ারীতে সম্ভাব্য ভোটকেন্দ্রসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ

দিনাজপুরের বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা

অশ্লীল কনটেন্ট প্রচারের অভিযোগে টিকটকার আলিশা গ্রেপ্তার

‘বিশ্বের সব ব্যাটার কম-বেশি সংগ্রাম করে, আমিও করছি’