ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের বড়াইগ্রামে পুলিশের ওপর হামলা, মারপিট

নাটোরের বড়াইগ্রামে পুলিশের ওপর হামলা, মারপিট। প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল বৃস্পতিবার সকালে বনপাড়া-পাবনা মহাসড়কের সাদিয়া তেল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া তেল পাম্প এলাকায় শহিদুল হোটেলের সামনে মহাসড়ক দখল করে প্রায় ৩০ থেকে ৩৫ টি ট্রাক পার্কিং করে রাখে, বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টহল টিম সেখানে গিয়ে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর চড়াও হয় ট্রাক চালকেরা।

এ সময় একটি ট্রাক চালক এসআই মনজুর মোর্শেদের সংকেত অমান্য করে পুলিশের গাড়িকে চাপ দিয়ে পালিয়ে যওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের সামনে থাকা আরেকটি টহল টিমকে অবগত করলে সেখানে থাকা পুলিশ সদস্যরা ওই গাড়িকে আটক করে।

আরও পড়ুন

এক পর্যায়ে আটক ট্রাকের ড্রাইভার, হেলপার সহ অন্যান্য ট্রাকের লোকজন পুলিশের এটিএসআই জাহিদুলের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় এবং মারধর করে। এতে এএসআই জাহিদুল আহত হয়। পরে তাকে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। ওই সময় সেনাবাহিনীর একটি টহল টিম হাজির হলে ও পিছনে ধাওয়া দেওয়া টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে অন্যান্য ট্রাকের লোকজন গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় ট্রাক চালক মন্টু (২৫) ও মারুফ (৩৫) নামের হেলপারকে ট্রাকসহ আটক করে হাইওয়ে থানা পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনজুর মোর্শেদ জানান, এই ঘটনায় ট্রাকসহ চালক ও হেলপারকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪

নিজে থেকেই ধরা দিলেন চার্লি কার্কের ‘হত্যাকারী’

ডাকসুর ঘোষিত ফলাফলে মিললো প্রাক-জরিপের পূর্বাভাস

নওগাঁর রাণীনগরে রোগাক্রান্ত গরু জবাই ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সুশীলা কার্কি

বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সবুজের জামাইয়ের ইন্তেকাল, শোক