ভারত থেকে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের করতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার নলসোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে সলপ ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি জামায়াত কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ১৬ বছর মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা ছিল না।
বিরোধীদলীয় নেতাকর্মীদের কোন প্রকার সভা সমাবেশ ও মিছিল করতে দেওয়া হয়নি। যারা ভারতের তাবেদার ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে হত্যা ও গুম করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এই নির্যাতন অত্যাচারের বেশি শিকার হয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। জামাত শিবির নেতাকর্মীদের ওপর স্টিম রোলার চালানো হয়েছে।
আরও পড়ুনগতকাল শুক্রবার বিকেলে সলপ ইউনিয়ন জামাতের সেক্রেটারী জেনারেল গোলাম মোস্তফার সভাপতিত্বে এই জনসভায় আরও বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, সুরা সদস্য রফিকুল ইসলাম প্রধান, সাবেক আমির নজরুল ইসলাম, জামায়াত নেতা সলপ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন