ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

শেরপুরে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

শেরপুরে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে অসুস্থ মা হালিমাকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে মেয়ে আমিরন মারা যান। জেলা সদর থেকে শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে বাড়িতে যাওয়ার পথে আমিরন গুরুতরভাবে আহত হয়। 

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ও পরদিন শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই আমিরন মারা যান। 

আমিরন নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার কন্যা ও নকলা উপজেলার জনৈক রুবেল মিয়ার স্ত্রী।

পুলিশ জানা, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তারই কন্যা আমিরন খাতুন শুক্রবার বিকেলে শেরপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছলে ব্যাটারিচালিত রিকশাতে ভাঙা সড়কে হঠাৎ ঝাঁকি লাগে। এতে অসাবধানতাবশত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের পর উক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ

মেয়েকে কখনো একা ছাড়ব না : আলিয়া ভাট

ট্রাম্পের শুল্কে ব্রাজিলের রপ্তানিতে ধস

নবীজির ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানোর মহিমান্বিত মুহূর্ত ঈদে মিলাদুন্নবী : মির্জা ফখরুল

চিলির বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের