ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

চট্টগ্রামে ১১ হাজার ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামে ১১ হাজার ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও চকবাজার এলাকায় পৃথক অভিযানে ১০ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একজনের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ ২৮ হাজার ৯০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জামাল উদ্দিন (৪৮) ও মো.পারভেছ উদ্দিন (৪০)।

আরও পড়ুন

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুরুল আলম ভূঁইয়া জানান, বাকলিয়া অ্যাক্সেস রোডের মুখে অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে ২ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ এক লাখ ২৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল।

চকবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন জানান, চকবাজারের হোটেল এভালন পার্কের ৫ম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ মো.পারভেছ উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ৯০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু: নিহতের সংখ্যা বেড়ে ২৭

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন