ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ২

মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ২

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আমদানিকৃত ওষুধসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজারের শেরপুর আঞ্চলিক মহাসড়কে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দুইজনই সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮ হাজার ৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওষুধ জব্দ করা হয়। এছাড়াও চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

আরও পড়ুন

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে অবৈধ পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 নওগাঁর রাণীনগরে ২ মাদকসেবীর কারাদণ্ড

‘সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর’

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন

বগুড়ার শাজাহানপুরে জি-নাইন কলার বাম্পার ফলন : ২০ শতকেই লাখ টাকার স্বপ্ন 

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় বাংলাদেশের