নওগাঁর রাণীনগরে ২ মাদকসেবীর কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান এই কারাদণ্ডাদেশ দেন। দণ্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান জানান, দন্ডপ্রাপ্তরা হলেন করজগ্রাম হিন্দুপাড়া এলাকার আকুল কুমারের ছেলে শঙ্কর কুমার (৪২) এবং একই গ্রামের পরিতোষ সরকারের ছেলে নয়ন চন্দ্র সরকার (২৯)। ভ্রাম্যমাণ আদালত দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডিতদের জেলা কারাগারে পাঠান হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন