রংপুরের তারাগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে মসজিদের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের শুড়িপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মারা যাওয়া দুই শিশু হল- শুঁড়ি পাড়া গ্রামের লিটন রহমানের ছেলে রেজোয়ান (১০) ও মহসিন আলীর ছেলে সবুজ (৭)।
তারা একে অপরের প্রতিবেশী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশেই শুঁড়িপাড়া জামে মসজিদের পুকুর পাড়ে রেজােয়ান ও সবুজ। খেলা শেষে হঠাৎ তারা পুকুরে নেমে পড়লে দুজনেই পুকুরের পানিতে ডুবে মারা যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে দুজনের মৃত দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
আরও পড়ুনইউপি সদস্য মোখলেছুর রহমান বলেন, পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে বিকালে দাফন করা হয়েছে। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, ঘটনাস্থানে পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিলো। শিশু মানুষ তাছাড়া কোন অভিযোগ না থাকায় তাদের দাফন করার অনুমোতি দেয়া হয়েছে।
মন্তব্য করুন