মারধরে আহত যুবলীগ নেতার মৃত্যু

মফস্বল ডেস্ক : নাটোরে মারধরে আহত সাইদুর রহমান (৪৫) নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। বুধবার (৬ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইদুর সদর উপজেলার দরাপপুর গ্রামের মৃত মতিন মাস্টারের ছেলে। তিনি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
স্থানীয় কৃষক লীগ নেতা নিহত সাইদুরের ভাই শহিদুল ইসলাম নান্নু জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাইদুল ইসলামসহ তারা তিন ভাই আত্মগোপনে ছিলেন। এরপর গত ৩০ অক্টোবর দুপুরে একটি বাড়ি থেকে সাইদুরকে আটক করে দরাপপুর বাজারে নিয়ে যায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেখানে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। পরে গুরুতর অবস্থায় সাইদুরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে জেলা বিএনপি’র আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত না।’
আরও পড়ুনসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, নিহতের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন