ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সৈয়দপুরের সাজ্জাদের বাবার আকুতি

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সৈয়দপুরের সাজ্জাদের বাবার আকুতি, ছবি: দৈনিক করতোয়া

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত নীলফামারীর সৈয়দপুরের সাজ্জাদ হোসেন ছিলেন পরিবারের একমাত্র সম্বল। নিহত হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও এখনও ছেলে হারানোর শোকে মূহ্যমান তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারীপাড়ার আলমগীর হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে সাজ্জাদ হোসেন। অন্যের জমিতে বসবাস করতেন সাজ্জাদের পরিবার। সেখান থেকে উচ্ছেদ হয়ে পারি জমান ঢাকার সাভারে।

থাকতেন সাভার ডেইরি ফার্ম এলাকার দক্ষিণ কালমা এলাকায়। এক ভাই এবং তিন বোনের মধ্যে সাজ্জাদ হোসেন ছিলেন সবার বড়। ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সাজ্জাদ লেখাপড়ার পাশাপাশি কাজ করতেন একটি পোশাক কারখানায়। প্রায় সাত মাস আগে বিয়ে করেন তিনি। তার স্ত্রী সুমি আক্তার এখন অন্ত:সত্ত্বা।

আরও পড়ুন

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অগ্রভাগে ছিলেন সাজ্জাদ। এরপর বেলা ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট বেলা ১২টায় তার মৃত্যু হয়।

পরে ৭ আগস্ট বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সাজ্জাদের বাবা বলেন, ছেলেই ছিল তার একমাত্র সম্বল। ছেলেকে হারিয়ে তিনি এখন নি:স্ব। সরকারের কাছে তার পরিবারের আশ্রয় আর কর্মসংস্থান দাবি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন : রাষ্ট্রদূত

কোল্ডপ্লে’র কনসার্টে কিস ক্যামে ধরা পড়লেন মেসি-রোকুজ্জো

এত বড় গণহত্যা হয়েছে, অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই : আসিফ নজরুল

ড্যাফোডিলে শেষ হলো এশিয়া-প্যাসিফিক সামার ও ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫

ইউক্রেনের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা

মেঘনা আলমের ল্যাপটপ-মোবাইলে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না তদন্তের নির্দেশ