ইউক্রেনের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামছেই না। পূর্ব ইউক্রেনের পোকরভস্ক শহরে কয়েক মাস ধরে ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ গড়ে তুললেও দেশটির পশ্চিমাঞ্চলেও এখন হামলা জোরদার করেছে মস্কো। রোববার রাতে পশ্চিম ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। একই দিনে এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো একটি রুশ যাত্রীবাহী বিমান অবতরণ করেছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে।
ইউক্রেনের বিমানবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ জুলাই রাতভর রাশিয়া ৩২৪টি ড্রোন, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মূল লক্ষ্য ছিল ইউক্রেনের পশ্চিমাঞ্চলের স্টারোকোস্তিয়ান্তিনিভ শহর, যেখানে একটি সামরিক বিমানঘাঁটি রয়েছে। পশ্চিমা জোটের সরবরাহ করা এফ-১৬ যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতেই রাখা হবে বলে ধারণা করা হয়।
ইউক্রেন জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩০৯টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিয়েভে পাঁচজনসহ এসব হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। এদিকে, ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ফ্রন্টলাইন শহর পোকরভস্কে রুশ বাহিনীর অগ্রগতি থামিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। দেশটির ৯৩তম খলোদিনি ইয়ার যান্ত্রিক ব্রিগেড শহরটি রক্ষায় সক্রিয় রয়েছে।
আরও পড়ুনঅন্যদিকে, সোমবার সকালে নর্ডউইন্ড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ যাত্রীবাহী বিমান রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবতরণ করেছে। কয়েক দশকে এই প্রথম দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু হলো। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের পেছনে উত্তর কোরিয়ার সমর্থনের বিনিময়ে রাশিয়া দেশটিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। পিয়ংইয়ং বিমানবন্দরে উত্তর কোরিয়ার কর্মকর্তারা ফুল দিয়ে রুশ যাত্রীদের স্বাগত জানান।
মন্তব্য করুন