ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

গাধার মাংস রপ্তানির জন্য পাকিস্তানের কাছে লাইসেন্স চায় ২ চীনা কোম্পানি

ছবি : সংগৃহীত,গাধার মাংস রপ্তানির জন্য পাকিস্তানের কাছে লাইসেন্স চায় ২ চীনা কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে চীন ও অন্যান্য দেশে গাধার মাংস রপ্তানির জন্য ইসলামাবাদের কাছে লাইসেন্স চেয়ে আবেদন করেছে দুই চীনা কোম্পানি। পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিছে জিও নিউজ।

আবেদনে গাধার মাংস রপ্তানির পাশাপাশি কসাইখানা স্থাপনের অনুমতিও চেয়েছে কোম্পানি দু’টি। খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রণায়ের কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনপত্রটি বর্তমানে তারা পর্যালোচনা করছেন।

যদি ইসলামাবাদ সবুজ সংকেত দেয়, তাহলে পাকিস্তান ও চীনের মধ্যে প্রথমবারের মতো গাধার মাংসের বৈধ সাপ্লাই চেইন স্থাপিত হবে। দুই চীনা কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ তাদের অনুমোদন দিলে পাকিস্তানের ভেতরে গাধা ক্রয়, কসাইখানায় মাংস প্রক্রিয়াজাতকরণ থেকে রপ্তানি পর্যন্ত পুরো অপারেশন কোম্পানি পরিচালনা করবে।

মাংসের প্রায় পুরো চালান যাবে চীনে। বেলুচিস্তানের গাওদার সমুদ্রবন্দর দিয়ে এই মাংস চীনে পাঠানোর পরিকল্পনা করেছে কোম্পানি দু’টির কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইসলাম ধর্মে গাধার মাংস ভক্ষণ নিষিদ্ধ হওয়ায় মুসলিম অধ্যুষিত পাকিস্তানে গাধার মাংস খাওয়া হয় না, তবে দেশটিতে গাধার সংখ্যা প্রচুর। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুসারে, বর্তমানে পাকিস্তানে গাধার সংখ্যা ৬০ লাখ ৪৭ হাজার।

আরও পড়ুন

অন্যদিকে চীনে খাদ্য হিসেবে গাধার মাংস বেশ জনপ্রিয়। দেশটির ঐতিহ্যগত বিভিন্ন ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয় গাধার মাংস।

বেশ কয়েক বছর ধরে পাকিস্তান থেকে চীনে চোরাই পথে যাচ্ছে গাধার মাংস। গত ২৭ জুন রাজধানী ইসলামাবাদ থেকে তিন মাইল দূরে তার্নলের একটি অবৈধ কসাইখানা থেকে ৫০টিরও বেশি জীবিত গাধা এবং প্রায় ১ হাজার কেজি মাংস উদ্ধার করেছে দেশটির খাদ্য নিয়ন্ত্রণ বিষয়ক কর্তৃপক্ষ।

এ ঘটনার একদিন পরেই মাংস রপ্তানি করার জন্য লাইসেন্স চেয়ে পাকিস্তানের সরকার বরাবর আবেদন করল চীনা দুই কোম্পানি।

সূত্র : জিও টিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়