ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হলেন- চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে ফারিয়া তাসনিম জ্যোতি (৩০)। তিনি স্থানীয় হোসেন মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় রবিবার রাতে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান জ্যোতি। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। 

আরও পড়ুন

এরপর থেকে টানা উদ্ধার অভিযান চালিয়ে যান ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। পরে মঙ্গলবার সকালে গাজীপুরা এলাকায় একটি বিলের মধ্যে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন তারা।  টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “তৃতীয় দিনের মাথায় মরদেহটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আজ সকালে খুঁজতে শুরু করলে বিলের মধ্যে কচুরিপানার মধ্যে লাশটি পেয়েছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজা-শামিতদের নিয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা 

ফিলিস্তিনকে আরেক ইউরোপের দেশের স্বীকৃতি 

৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কোন বাধা নেই

‘এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেয়ার অনুপ্রেরণা যোগাবে’

পাকিস্তানি ক্রুবাহী ট্যাংকার জাহাজে ইসরায়েলের হামলা

মৌসুমের প্রথম হারের স্বাদ পেল লিভারপুল