ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় সাদিয়া (১২) নামে এক শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে ওই বাসায় প্রায় সাত মাস যাবত গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।

সোমবার (২৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ধানমন্ডি ৯/এ রোডের ওই বাসা থেকে বাড়ির গাড়িচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত সাদিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বগাজোরি গ্রামে।ঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই গাড়িচালক মো. মাকসুদ বলেন, “ওই বাসার গৃহকর্তা একজন নারী। মেয়েটি ওই বাসায় প্রায় সাত মাস যাবত গৃহকর্মীর কাজ করে আসছিল। দুপুরে সাদিয়া ওয়াশরুমে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও সে বের না হলে তাকে ডাকাডাকি করা হয়। তার কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সাদিয়াকে জানালার রডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন