বিশ্বকাপের পরই দলের ভেতরের খবর ফাঁস করবেন আফ্রিদি
![](https://dailykaratoa.com/public/images/20240611155618_original_42.webp)
স্পোর্টস ডেস্ক : ফেবারিট দল হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় পাকিস্তান দল। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে আসর থেকে প্রায় বিদায় পাকদের। এমন পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় বইছে দেশটিতে।
এমন বাজে পারফরম্যান্সের কারণে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তো একরকম হুমকিই দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলে আফ্রিদি বলেছেন, শিগগিরই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তানের বর্তমান দলটির ভেতরের খবর ফাঁস করবেন। ওই টিভি চ্যানেলের পক্ষ থেকে আফ্রিদির কাছে পাকিস্তান জাতীয় দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্যের অভাব নিয়ে জানতে চাওয়া হয়েছিল। পাশেই অতিথি চেয়ারে বসে থাকা ২২ বছর বয়সী তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিমকে দেখিয়ে আফ্রিদি বলেন, ‘সে অনেক কিছুই জানে। আমিও জানি। কিন্তু আমরা খোলামেলাভাবে সব বলতে পারি না।’ আফ্রিদি বলেন, দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্য, একে অপরের সঙ্গে কীভাবে থাকবে, তা নিশ্চিত করার দায়িত্ব অধিনায়কের। অধিনায়ক হয় দলে ইতিবাচক মানসকিতা তৈরি করবেন নতুবা সেটি নষ্ট করবেন বলেই মন্তব্য করেছেন আফ্রিদি। কোচ ও ম্যানেজমেন্টের আগের দলকে একসূত্রে গাঁথার দায়িত্ব অধিনায়কের বলেই মনে করেন তিনি, ‘দলকে মাঠে লড়াই করানোর দায়িত্ব অধিনায়কের।’
আরও পড়ুনজামাতা ও পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সাবেক এই অলরাউন্ডার, ‘আমি কিছু বললে লোকে বলবে আমি জামাতার পক্ষে কথা বলছি। কিন্তু সেটা নয়। যদি আমার কন্যা, ছেলে কিংবা জামাতা ভুল করে, আমিও সেটাকে ভুলই বলব।’ আফ্রিদি মনে করেন, গত কয়েক বছরে পিসিবির নির্বাচক কমিটি ‘কিছু বড় ভুল করেছে’। এসব নিয়েই কথা বলতে চান আফ্রিদি। আর কবে পাকিস্তান দলের ভেতরের খবর ফাঁস করবেন, সেই সময়ও জানিয়েছেন তিনি, ‘বিশ্বকাপের পরই আমি খোলামেলাভাবে সব বলব, আমাদের লোকজনই এই দলটাকে নষ্ট করেছে।’
মন্তব্য করুন