বগুড়ার সারিয়াকান্দির কাঁচাবাজারে আগুন সাধ্যের বাহিরে বেশিরভাগ সবজি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে কাঁচাবাজারের প্রতিটি পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। প্রতিটি সবজির দাম আগের তুলনায় কয়েকগুণ বেশি। কমেনি মাছ, মাংসের দামও। বিপাকে রয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চার সেঞ্চুরির ঘরে রয়েছে কাঁচামরিচ। নেই বাজার তদারকি। অনেকেই ছেড়ে দিয়েছেন সবজি খাওয়া।
কয়েকদিনের টানা বৃষ্টির অজুহাতে সারিয়াকান্দির কাঁচাবাজারে প্রায় সবগুলো সবজির দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন আগেও ৪০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এ বাজারে ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১৬০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচামরিচ বৃদ্ধি পেয়ে ৩৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পটল, পেঁয়াজ, করলা, মূলাসহ সকল ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে লাগামহীনভাবে। তবে বাড়েনি শুধু আলুর দাম।
এখানেই একটু স্বস্থিতে রয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বাজারে মাংসের দামরও কোনও পরিবর্তন হয়নি। এ বাজারে গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগির মাংস ১৮০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩০০ টাকা থেকে ৩৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
আরও পড়ুনতবে মাছের ভরা মৌসুমেও কমেনি মাছের দাম। এখানে মাছও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এদিকে বাজার ঘুরে দেখা গেছে, কোনও দোকানেই নেই পণ্যের মূল্য তালিকা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এ উপজেলায় গত কয়েকমাস ধরেই কোনও বাজার মনিটরিং করা হয়নি।
বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কৃষকদের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাজারে যোগান কম থাকায় সবজির দাম বেড়েছে। তবে গতকাল সোমবার থেকে দাম কমা শুরু হয়েছে। অল্প কয়েকদিন পরেই বাজারে শীতের সবজি আসবে। তখন দাম কমে যাবে। সারিয়াকান্দি বাজারে আগামী সপ্তাহে অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য করুন