ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ভারত মহানন্দা বাঁধের ৯টি গেট খুলে দিয়েছে, বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়ায় বাঁধের ৭শ’ মিটার নদীগর্ভে বিলীন

ভারত মহানন্দা বাঁধের ৯টি গেট খুলে দিয়েছে, বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়ায় বাঁধের ৭শ’ মিটার নদীগর্ভে বিলীন। ছবি : দৈনিক করতোয়া

এমএ বাসেত, তেঁতুলিয়া (পঞ্চগড়) :  ভারত মহানন্দা নদীর ফুলবাড়ী বাঁধের ৯টি গেট এক সাথে খুলে দেয়ায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ঝাড়ুয়াপাড়া এলাকায় মহানন্দা নদীর তীররক্ষা বাঁধের প্রায় ৭শ’ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে।

জানা যায়, গতকাল রোববার ভোররাতে অতি বর্ষণের কারণে পাহাড়ি ঢলে মহানন্দার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যায়। এতে ভারত শিলিগুড়ি শহরের ফুলবাড়ি নামক স্থানে মহানন্দা নদীর ওপর নির্মিত  বাঁধের ৯টি গেট একসংগে খুলে দেয়। এতে ১৫-২০ ফুট উঁচু থেকে পানি মহানন্দার বুকে আছড়ে পড়ে বাংলাদেশ সীমানায় নদীর তীরে আঘাত হানে।  ভারত দুপুরের পর পুনরায় বাঁধের গেট বন্ধ করে দিলে নদীর পানি কমে যায়। কিন্তু বাংলাদেশ সীমান্তের ঝাড়ুয়াপাড়া নামক এলাকায় তীররক্ষা ব্লক বাঁধের তীব্র ভাঙন দেখা দেয়।

সন্ধ্যা ঘনিয়ে আসার আগে মহানন্দা নদীতে পানি উন্নয়ন বোর্ডের ২০০৩-০৪ সালে নির্মিত সিসি ব্লক বাঁধের প্রায় ৭ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া আরও কয়েক কিলোমিটার নদী তীররক্ষা সিসি ব্লক বাঁধে ফাটল দেখা দেয়। এসময় সীমান্তের ওপর লাগানো গাছপালা ও একটি টিনের ঘর ভেসে যায়। এতে ঝাড়ুয়াপাড়া, কাশিমগঞ্জ ও সন্ন্যাসীপাড়া গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। ভারত পুনরায় বাঁধের গেট খুলে দিলে নদী ভাঙন তীব্র আকার করার আতঙ্কে অনেক পরিবার নির্ঘুম রাত কাটায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তেঁতুলিয়া মো. আফরোজ শাহীন খসরু ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতের রাজনৈতিক নেতৃবৃন্দ নদী ভাঙন এলাকা পরিদর্শন করে জনসাধারণের পাশে থাকার আশ্বাস দেন। বিকেলে রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নদীতীর ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন করে ভাঙনরোধে জরুরি ব্যবস্থার আশ্বাস দেন। আজ সোমবার সকাল থেকে ভাঙন কবলিত এলাকায় সাময়িক রক্ষার জন্য প্রাথমিকভাবে প্রায় ১০ থেকে ১৫ হাজার জিও ব্যাগে বালি ভরে ফেলানো হবে বরে পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায়।

আরও পড়ুন

ঝাড়ুয়াপাড়া গ্রামবাসী দুলাল, নাজির, নুর আলম ও রাশেদ জানান, ভারত ৯০ দশকের পর তাদের গ্রামের সহ তিনটি বিদ্যুতের স্টিল পোল স্থাপন করে নদীর পানি প্রবাহ ঘুরিয়ে দেন। তখন থেকে মহানন্দা নদীর পানি ওই গ্রোয়েন বাঁধে আঘাত পেয়ে বাংলাদেশ সীমান্ত তীরে আছড়ে পড়ে এবং তখন থেকে নদীর পাড়ের ফসলি জমি ভাঙতে শুরু হয়। এছাড়া তাদের প্রয়োজনে কোন রকম সতর্কতা বার্তা ছাড়াই গেট খুলে আমাদের পানিতে ডুবিয়ে মারছে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। আমরা বর্তমান সরকারের মাধ্যমে ভারতের এ আগ্রাসী মনোভাব থেকে রক্ষার জোর দাবি জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু বলেন, আমি ভাঙন কবলিত এলাকায় গতকাল রোববার এবং সোমবার পরিদর্শন করেছি। ইতোমধ্যে জিও ব্যাগে বালি ভরে প্রাথমিকভাবে রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের উধ্বর্তন কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের (ডিসি) মাধ্যমে জানানো হয়েছে। এবিষয়ে পঞ্চগড় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ বলেন, মহানন্দা নদীর পুর্বের দেয়া সিসি ব্লক বাঁধ ভাঙন এলাকা পরিদর্শ করেছি। প্রাথমিকভাবে কয়েক হাজার জিও ব্যাগে বালি ভরে ফেলা হবে। ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকার মাপজোঁক করে প্রকল্প বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি হু হু করে বাড়ছে 

সিরাজগঞ্জের উল্লাাপাড়ার করতোয়া নদীতে বাইচালদের সংঘর্ষে আহত ১৭

বগুড়ার ধুনটে কৃষি উদ্যোক্তার বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণ, ২ জন গুলিবিদ্ধ 

মহাস্থান বাজার সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পথচারীরা