মেসির হ্যাটট্রিক অ্যাসিস্ট, দুই ম্যাচ পর জয়ের মুখ দেখলো মায়ামি

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ ব্যর্থতার পর আবারও জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে মাশচেরানোর দল।
এদিন প্রথমার্ধেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আয়েন্দে ও আলবা। দুটি গোলেই অবদান রাখেন মেসি।৩২ মিনিটে মেসির পাস থেকে ডান পায়ের নিঁখুত শটে জাল খুঁজে নেন আয়েন্দে। যোগ করা সময়ে মেসি চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ছয় গজ দূরত্বে পাস দেন আলবাকে। বাকিটা সেরে নেন স্প্যানিশ ডিফেন্ডার।
আরও পড়ুনদ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিল নিউ ইংল্যান্ড। ৫৯ মিনিটে এক গোল শোধও করেন ডর তুর্গেমান। পরের মিনিটেই লিওর হ্যাটট্রিক অ্যাসিস্টে জালে বল জড়ান আয়েন্দে। তিন মিনিট পরই ব্যবধান ৪-১ করে নেন আলবা। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এলএমটেনের দল। এ জয়ে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে মেসিরা।
মন্তব্য করুন