ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা, বিদায় ব্রাজিলের

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা, বিদায় ব্রাজিলের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও ফেবারিট লিওনেল মেসিদের দেশ। চিলিতে চলমান এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে উঠে গেলো নকআউট পর্বে।

কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের। এবারের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপটা সেলেসাওদের জন্য খুবই হতাশার। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। ‘সি’ গ্রুপে মরক্কো, মেক্সিকো এবং স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে নকআউটে যাওয়ার আগেই। সর্বশেষ তারা স্পেনের কাছে হেরেছে ১-০ গোলে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া অন্য আসরগুলোতে সেলেসাদের সর্বনিম্ন ফল ছিল কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় রাউন্ড থেকেও তাদেরকে কখনো বিদায় নিতে হয়নি। অথচ এবারই প্রথম র‌্যামন মেনেজেসের অধীন দলটিকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। শুধু তাই নয়, একটি ম্যাচও না জিতে। এমন লজ্জা লাতিনের ফুটবল পাওয়ার হাউজটির জন্য একেবারেই নতুন। 

আরও পড়ুন

চিলির এস্টাডিও এলিয়াস ফিগুয়েরো ব্রান্ডার স্টেডিয়ামে ইতালির যুবাদের মুখোমুখি হয় আর্জেন্টিনার যুবারা। ম্যাচের ৭৪তম মিনিটে দাইলান গরোস্তিয়ার একমাত্র গোলে ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ হয়। ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় আর্জেন্টিনার। তবে, ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইতালিও।

চিলির সান্তিয়াগোয় এস্টাডিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ব্রাজিল মাঠে নেমেছিল অন্তত একটি জয়ের লক্ষ্যে। গ্রুপের সেরা দুই দলের মধ্যে না থাকুক, সেরা তৃতীয় হলেও হয়তো দ্বিতীয় রাউন্ডে উঠতে পারতো ব্রাজিলিয়ানরা। কিন্তু শেষ পর্যন্ত সেই কাঙ্খিত জয়টিই পেলো না তারা। ম্যাচের ৪৭তম মিনিটে স্পেনের হয়ে একমাত্র ফল নির্ধারক গোলটি করেন ইকার ব্রাভো। ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে গ্রুপের মধ্যে স্পেন হলো তৃতীয়। এবং তৃতীয় সেরা হয়ে উঠে গেলো নকআউটে। বিদায় নিলো ব্রাজিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতার জন্য নিজেকে ধন্যবাদ দিলেন বাঁধন

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ডট বলের নতুন রেকর্ড 

এবার আলোচনায় নুহাশ হুমায়ূনের পোস্ট

টেকনাফে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল