ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

টেকনাফে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

টেকনাফে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

কক্সবাজারের টেকনাফে রাজমিস্ত্রি পেশার আড়ালে গড়ে তোলা মাদক ব্যবসার গোপন ডেরায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আটকরা হলেন- টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবিয়া (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে পাচার হওয়া ইয়াবার একটি চালান টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় একটি বাসায় লুকিয়ে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত (৫ অক্টোবর) বিজিবির একাধিক টহল দল ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে ইসলামাবাদ এলাকার নেজাম নামের এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদ আইয়ুব ও তার স্ত্রী রাবিয়াকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও বিজিবির নারকোটিকস ডগ স্কোয়াড এর সহায়তায় বাসার ভেতর থেকে ৯,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোহাম্মদ আইয়ুব ২৭ নম্বর জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা। নিয়মিত ক্যাম্পে গিয়ে রেশন সংগ্রহ করলেও তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।

তদন্তে আরও উঠে এসেছে, তিনি কখনো অটোর মেকানিক, কখনো চালক এবং সর্বশেষ রাজমিস্ত্রি পরিচয়ে ইসলামাবাদ এলাকায় বসবাস করছিলেন। ওই বাসায় তিনি প্রায় ৮ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে তিনি মাদক কারবারি ঈসমাইলের সহযোগী হিসেবে ইয়াবার চালান সরবরাহ করতেন। তার স্ত্রী রাবিয়াও এসব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

বিজিবি অধিনায়ক আশিকুর রহমান বলেন, রোহিঙ্গাদের এভাবে ক্যাম্পের বাইরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস ও মাদক কারবারে জড়িয়ে পড়া সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় আইনশৃঙ্খলার জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তিনি জানান, আটক রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

টানা বৃষ্টিতে ক্ষতির মুখে ঠাকুরগাঁওয়ের কৃষক পাকা ধান পানিতে ডুবে রঙ কালচে

নারায়ণগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাটে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১

অ্যানথ্রাক্স প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত কার্যক্রম শুরু

কুষ্টিয়ায় যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার ২