আহমেদাবাদ টেস্ট
ভারতের কাছে তিন দিনেই হার মানল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:আহমেদাবাদ টেস্টে পুরো তিন দিনও লড়াই করতে পারল না। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ধসে গেল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে অতিথি দলটি হারল ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গিয়েছিল ১৬২ রানে। জবাবে ভারত সংগ্রহ করে ৫ উইকেটে ৪৪৮। ২৮৬ রানে লিড পায় স্বাগতিকরা। ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ধসে যায় মাত্র ১৪৬ রানে। দুই ইনিংস মিলিয়ে উইন্ডিজ খেলেছে মাত্র ৮৯.২ ওভার। ভারতের বিপক্ষে কোনো টেস্টের দুই ইনিংস এত কম ওভার আর কখনো খেলেনি তারা। দাপুটে এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রইল ভারত।
আরও পড়ুনমন্তব্য করুন