ইসরাইলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে অবিলম্বে ফিলিস্তিনের গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হামাস মার্কিন পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়ার পর এ আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে নিরস্ত্রীকরণসহ বেশ কিছু জটিল ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে। খবর রয়টার্সের।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাসের প্রতিক্রিয়ার পর ইসরাইল ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।হামাসকে রোববারের মধ্যে পরিকল্পনা মেনে না নিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে- ট্রাম্পের এমন হুঁশিয়ারির পরে শুক্রবার হামাস ২০ দফা শান্তি পরিকল্পনার জবাব দেয়।ট্রাম্প নিজেকে গাজা সংকটের একমাত্র সমাধানকারী হিসেবে তুলে ধরে বলেছেন, ‘হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে প্রমাণ দিয়েছে। এখন দায়িত্ব নেতানিয়াহুর সরকারের।
তিনি এক পোস্টে লিখেন, ‘ইসরাইলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করা যায়। এটি শুধু গাজার প্রশ্ন নয়, বরং দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্যের শান্তি।
আরও পড়ুনতবে গাজার বাসিন্দারা জানিয়েছেন, ট্রাম্পের বার্তার পরও ইসরাইলি ট্যাংক গাজা সিটির তালাতিনি সড়কে গোলাবর্ষণ করেছে। রিমাল এলাকায় কয়েকটি বাড়ি এবং খান ইউনুসেও বিমান হামলার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন