ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

রংপুরে শতাধিক স্পটে প্রকাশ্যে মাদক ব্যবসা

রংপুরে শতাধিক স্পটে প্রকাশ্যে মাদক ব্যবসা

রংপুর প্রতিনিধি : রংপুর নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় প্রকাশ্যে চলছে মাদকের জমজমাট ব্যবসা। নগরীর মেট্রোপলিটন এলাকার হারাগাছ ও তাজহাট থানাধীন প্রায় ২০টি স্থানে নিয়মিত মাদক বিক্রি হয়। পাশাপাশি জেলার কাউনিয়া, গঙ্গাচড়া ও মিঠাপুকুর উপজেলায় অর্ধশতাধিক স্পটকে মাদক কেনাবেচার কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নগর পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করছে। একইভাবে র‌্যাব-১৩ সদর দপ্তরের সদস্যরাও রংপুর বিভাগের ৮টি জেলায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করছে।

রংপুর নগরীর তাজহাট গলাকাটা মোড়, আনছাড়ির মোড়, তাজহাট মোড়, খেড়বাড়ি, ফুড গোডাউন, বীরচড়ন, বিহারী কলোনী, মুসলিম পাড়া ও জলছত্র এলাকায় প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যেই চলে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও হিরোইন কেনাবেচা।

অন্যদিকে, জেলার কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের চরাঞ্চল, গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন, দ্বিতীয় তিস্তা সেতু এলাকা, গজঘন্টা এবং মিঠাপুকুরের ছড়ান, বালুয়া মাসিমপুর, শঠিবাড়ি ও পায়রাবন্দ এলাকায় মাদকের বিস্তার সবচেয়ে বেশি। এসব স্থানে সম্প্রতি ‘লুথার’ নামে নতুন ধরনের মাদকও জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

নগরীর স্টেশন এলাকার বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, এখানে বেশ কয়েকটি বিহারী ক্যাম্প আছে। ক্যাম্প কেন্দ্রিক মাদক বিক্রি চলে। পুলিশ অভিযান চালালে সাময়িকভাবে কমে যায়, আবার পরে শুরু হয়। প্রতিবাদ করলে উল্টো হুমকির মুখে পড়তে হয়।

রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক বিপ্লব কুমার মদক জানান, গত ছয়মাসে বিভাগীয়ভাবে ৯শ’টি অভিযানে ২৯৪ জনকে গ্রেফতার ও ২২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আমরা নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছি। সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশ রোধে গোপন সোর্সের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মারুফ আহমেদ বলেন, যেসব এলাকায় মাদকের বিস্তার বেশি সেসব স্থানে গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা সতর্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু ধর্মাবলম্বীদের দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা  

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা

জয়পুরহাটের কালাইয়ে জ্বিন দিয়ে চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা