ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : ফারুক-ই আজম

ছবি : সংগৃহীত,শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : ফারুক-ই আজম

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফারুক-ই আজম।

বুধবার (১ অক্টোবর) তিনি চট্টগ্রামের আনোয়ারায় কচিকাঁচা গোষ্ঠী দুর্গা মন্দির এবং রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দির পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।

উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, ধর্মমত নির্বিশেষে বহুকাল ধরে আমরা বাঙালিরা দুর্গোৎসব উদযাপন করে আসছি। সে হিসেবে সনাতনীদের জন্য এটি দুর্গাপূজা হলেও সমাজের জন্য এটি দুর্গোৎসব। তাই এই দুর্গোৎসবকে সামনে রেখে রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী এবং স্থানীয় সকল জনসাধারণ একাকার হয়ে আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আছে, যাতে নির্বিঘ্নভাবে এই উৎসব সমাপ্ত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক সাগর মিত্রের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

আরও পড়ুন

তিনি বলেন, আমরা বাঙালি এক সংবেদনশীল জাতি। যুগ যুগ ধরে একে অপরের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রেখে আসছি। সেই ধারাবাহিকতায় দুর্গাপূজার উৎসবও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।

উপদেষ্টা ফারুক-ই আজম পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির ধরে রাখার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের গ্রেফতার ৩

বিএনপি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী - মোশারফ হোসেন

হাসপাতালের বেডে সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো ছবিটি ভুয়া

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আসিফ সিরাজ রব্বানী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত