চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসহ দম্পতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৮৮ পিস ইয়াবা, ৩৮ গ্রাম গাঁজা, মাদকবিক্রির প্রায় ৮৮ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোনসহ এক দম্পতি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- গোমস্তাপুরের আনারপুরের লাল মোহম্মদের ছেলে মো. বেলাল(৩৪) ও তার স্ত্রী উজলেফা বেগম(৩৫)।
জানা যায়, গতকাল রোববার বিকেল ৪টায় রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়া এলাকায় জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের তত্বাবধানে অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীসহ সেনাবাহিনী, র্যাব ও মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের ৫০ সদস্য।
আরও পড়ুনরাত পৌনে ৯টায় জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত মাদক কারবারি। বহুদিন ধরে তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত রয়েছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন