গাইবান্ধায় শেষ হলো নৌকাবাইচ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) শেষ হলো দুই দিনব্যাপী নৌকাবাইচ। গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি মাল্লা দল এতে অংশ নেয়। গাইবান্ধা সদরের ভেরামারা ঘাঘট নদী নৌকাবাইচ উদযাপন কমিটি ও স্থানীয় যুবকদের উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. আমির আলী।
প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও বিশিষ্ট তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামাণিক বাদল।
আরও পড়ুনআরও বক্তব্য রাখেন- খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাছুম হক্কানী, চেম্বার অব কমার্স পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীম, ইউপি সদস্য মো. সৈয়দ আলী, নাট্যজন ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, আমিনুল ইসলাম লিটন প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীদের ১০০ সিসি মোটরসাইকেল, ফ্রিজ ও এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। এছাড়া নৌকা বাইচে অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার দেয়া হয়।
মন্তব্য করুন