রাজশাহীর পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে রাশাদ নামের ২০ মাসের শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের রনির ২০ মাসের শিশু বাচ্চা রাশাদ খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যয়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন।
আরও পড়ুনপরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন