রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সাদেক আলী শেখ(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা পৌনে ১২টায় নগরের ভদ্রা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সাদেক আলীর বাড়ি পাবনা সদরের ভরুয়াপাড়ায়। হজে যাওয়ার জন্য রাজশাহীতে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, বৃদ্ধ সাদেক আলী শেখ তার এক আত্মীয়কে নিয়ে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। তিনি বাস থেকে নেমে অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।
আরও পড়ুনএতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন