জুবিন ছিলেন কোহিনূর : নরেন্দ্র মোদি
_original_1759061609.jpg)
‘ইয়া আলি’ খ্যাত ভারতীয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শুধু আসাম নয়, শোকস্তব্ধ হয়ে পড়েছিল পুরো ভারত। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে পানিতে ডুবে ৫২ বছর বয়সে মারা যান এ সংগীতশিল্পী। তার মৃত্যুতে আসাম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছিল।
এই শোকের মধ্যেই, প্রয়াত গায়ককে আন্তরিক শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা তার ভক্তদের আরও আবেগপ্রবণ করে তুলেছে। জুবিন গর্গের মৃত্যুর কয়েক দিন পর, ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানান মোদি।
নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে তিনি লেখেন, ‘জুবিন গর্গ ছিলেন অসমের সংস্কৃতি এবং ঐতিহ্যের এক উজ্জ্বল রত্ন। তিনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন!’ এর পাশাপাশি মোদি অসমে ‘মন কি বাত’ শুনতে আসা মানুষের একটি ভিডিও-ও শেয়ার করেন।
রেডিও অনুষ্ঠানে প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ অসম ভূপেন হাজারিকার জন্মদিন উদ্যাপন করছে, কিন্তু কয়েক দিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ শোকাহত জুবিন গর্গের মৃত্যুতে। তিনি ছিলেন একজন জনপ্রিয় গায়ক, যিনি সারা দেশে নিজের ছাপ রেখে গিয়েছেন। অসমের সংস্কৃতির সঙ্গে তার গভীর যোগ ছিল এবং তিনি আমাদের স্মৃতিতে চিরকাল থাকবেন। তার সঙ্গীত ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তির পথ দেখাবে।
আরও পড়ুনএরপর তিনি অসমীয়াতেই এক আবেগময় বার্তা দেন: ‘জুবিন ছিলেন কোহিনূর, অসমীয়া সংস্কৃতির উজ্জ্বলতম রত্ন। তিনি হয়তো শারীরিক ভাবে আমাদের মাঝে নেই, তবে চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’
এদিকে, জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে আসাম সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। জনপ্রিয় এই গায়কের অস্থি অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সংস্থা ও ব্যক্তির মধ্যে বিতরণ করা হবে। এছাড়া, তার শৈশবের স্মৃতিবিজড়িত কামারকুচিতে, যেখানে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য হয়েছে, সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন