ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

রংপুরে পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

রংপুরে পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩, প্রতীকী ছবি

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীতে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার ভোরে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের সহকারী (হেলপার) নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন(২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম(২৮) ও তার এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রংপুর-ঢাকা মহাসড়কে দমদমা ব্রিজের আগে উত্তরে মালবাহী একটি পিকআপ ভ্যানকে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা যাত্রীসহ হেলপার নিহত হন। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত পিকআপ ভ্যানচালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন

সুমুদ ফ্লোটিলা বহরে থাকা ২০০ কর্মীকে আটক করলো ইসরাইলি বাহিনী

হাল্যান্ডের জোড়া গোলের পরও হোঁচট ম্যানসিটির

বগুড়া আদমদীঘিতে ট্রেন দূর্ঘটনায় নিহত ২ আহত ১

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল

সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা