বগুড়া আদমদীঘিতে ট্রেন দূর্ঘটনায় নিহত ২ আহত ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ব্রডগেইজ রেললাইনের গেট পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহি তৌফিক হোসেন (১৯) ও মারুফ হোসেন (১৯) নামের দুই কিশোর নিহত হয়েছে। আকাশ (১৯) নামের অপর একজন জখম অবস্থায় বেঁচে গেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ব্রডগেইজ রেললাইনের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক আদমদীঘি উপজেলার বামনীগ্রামের মৃত নয়ন হোেসেনের ছেলে ও মারুফ হোসেন একই গ্রামের হেলার হোসেনেরে ছেলে। আহত আকাশ ঐ গ্রামের আব্দুর রহিমের ছেলে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘির বামনী গ্রামের উল্লেখিত তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে ছাতিয়ানগ্রামে যায়। সেখানে বেশ কিছুক্ষন আড্ডা দিয়ে একই মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। রাত ১২ টার দিকে তারা মোটরসাইকেলসহ ছাতিয়ানগ্রাম ব্রডগেইজ অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ আরোহিরা বেশ দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তৌফিক ও মারুফ নিহত এবং আকাশ হোসেন গুরুতর জখম হয়।
স্থানীয়রা জানান, এই রেলগেটে মাত্র একজন গেটম্যান রয়েছে। গেটম্যান হুমায়ন কবির জানান, সরকারি ভাবে তার ডিউটি প্রতিদিন সকাল ৬ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সন্ধ্যা ৬টার পর সে বাসায় চলে যাবার পর রেলগেটটি অরক্ষিত থাকে। রাদে এ দুর্ঘটনাটি ঘটে।এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব জানান. আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন