ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

গাজায় একদিনে আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় একদিনে আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ আহত হয়েছেন। এখনো বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এতে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৮৫ জনে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। এতে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২৬ জনে এবং আহতের সংখ্যা ১৮,৫১১ জনে।

চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে ১২ হাজার ৮২৩ জন নিহত এবং ৫৪ হাজার ৯৪৪ জন আহত হয়েছেন, যার ফলে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ