ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধা কারাগারে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গাইবান্ধা কারাগারে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আবু বক্কর সিদ্দিক মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কঞ্চিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুরে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। রবিবার রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি পেশার ও ডায়াবেটিসে ভুগছিলেন। তবে পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগলেও তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কারাগারে নেয়ার পর তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি এবং সেখানে নির্যাতন চালানো হয়েছে।

আরও পড়ুন

এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নিহতের ছেলে সৌমিক বলেন, ’বাবা দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তবুও তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়। কারাগারে অসুস্থ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’ তিনি আরও জানান, এক মাস আগে পুলিশ তাঁকে আটক করে। পরে তিনি জামিনে মুক্তি পেলেও জেলগেটে আরেকটি মামলায় পুলিশ তাঁকে পুনরায় গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী পৌর আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার

বিশ্বকাপ খেলতে কাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

উত্তর দিতে পেরে আমি আনন্দিতঃ মিথিলা

বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রিজভী

অ্যালোভেরা জুসের উপকারিতা