রাতের আঁধারে সীমান্তে বেড়া দিলো বিএসএফ

মফস্বল ডেস্ক : দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধাকিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১/২৯ এস বাংলা পিলার থেকে ১০ গজ দূরে তারা বাঁশ দিয়ে এই বেড়া নির্মাণ করে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বলেন, রাতের আঁধারে বেড়া নির্মাণ করেছে বিএসএফ। এ ব্যাপারে এরইমধ্যে বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত এই বেড়া অপসারণ করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন