বগুড়ার আদমদীঘিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা পার্শ্ববর্তী বিশিয়া গ্রামে আহাদ আলী নামের ২ বছর বয়সের শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু আহাদ আলী রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশিয়া গ্রামে বাড়ির উঠানে আহাদ আলী খেলা করছিল। এসময় সকলের অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। কিছু পড়ে ওই শিশুর মা খেলতে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে আহাদকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসাপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে আহাদকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন