বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সেনাবাহিনী, ডিবি, সদর ফাঁড়ি ও সদর থানা পুলিশের সমন্বয়ে গড়া যৌথ বাহিনীর সদস্যরা শহরের চকসুত্রাপুর হরিজন কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সেখানে এই অভিযান চলে। দুই ঘণ্টা ব্যাপী সেখানে এই অভিযানকালে ১৬০ বোতল কেরু মদ, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, মাদক বিক্রির ৩০ হাজার টাকা ও চারটি ওজন মাপার যন্ত্র উদ্ধার করাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো, চকসুত্রাপুর হরিজন কলোনী এলাকার বিল্টু হরিজনের ছেলে শ্রী হরিজন ও একই এলাকার বাদলের ছেলে। এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন