অটোরিকশা চালক আহত
বগুড়ার কাহালুতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশুসহ তিনজন নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ও তার শিশু ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত অটো রিকশার চালককে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়েছে।
নিহতরা হলো আদমদিঘী উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দুইল গ্রামের রতন খন্দকারের স্ত্রী বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আইনুন নাহার (৩৭)তার ৬ বছর বয়সের ছেলে আরশ এবং কাহালু উপজেলার বীরকেদার জঙ্গলপাড়া গ্রামের মৃত রমজানের ছেলে আবু বক্কর (৭০) ওরফে বক্কর পাগলা।
প্রথম ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আনুমানিক ১১ টায় বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাস স্ট্যান্ডের সামান্য পশ্চিমে বগুড়া ভান্ডার জুট মিলের সামনে।
জানা গেছে শিক্ষক আইনুন নাহার চিকিৎসার জন্য তার স্বামী ও শিশু ছেলেকে সাথে নিয়ে বগুড়া শহরে ডাক্তার দেখাতে যায়। এরপর ডাক্তার দেখিয়ে সিএনজি চালিত একটি অটো রিকশায় চড়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে নিজ বাড়ি আদমদিঘীতে ফেরার সময় রাত আনুমানিক ১১ টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছামাত্রই বগুড়া গামী একটি অজ্ঞাত নামা ট্রাক অটো রিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই শিক্ষক আইনুন নাহার ও তার ছেলে আরশ মারা যায়।
আরও পড়ুনএদিকে ঘটনার সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সিভিল ডিফেন্স সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করাসহ গুরুতর আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। তবে অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় শিক্ষক আইনুন নাহারের স্বামী রতন খন্দকার সামান্য আহত হন। এছাড়া দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি অজ্ঞাতনামা ট্রাকের চাপায় একেবারে দুমড়ে মুচড়ে গেছে।
অপরদিকে একই সড়কে (বগুড়া-সান্তাহার) কাহালু উপজেলার দরগাহাট নামক বাসস্ট্যান্ডের সামান্য পূর্বে কালিয়ার পুকুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৭০)ওরফে সিদ্দিক নামে এক অপ্রকৃতিস্ত ব্যক্তি মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমান পৌনে ৭ টায়। স্থানীয় লোকজন তাকে উল্লেখিত স্থানে মৃত অবস্থায় পড়ে থাকা দেখে কাহালু থানার পুলিশকে সংবাদ দেয়।
তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে বাস অথবা ট্রাকের ধাক্কায় সে নিহত হয়েছে। উল্লেখিত দু’টি ঘটনায় কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন