পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সুন্দরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরে এ কর্মসূচি পালিত হয়। বাহিরগোলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি হাফেজ খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা রবিউল ইসলাম, মুফতী মোবাশ্বের আহমেদ, সহ-সেক্রেটারি মাওলানা রাফিউল ইসলাম সোহেল, অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ মিয়া, পৌর সভাপতি হাফেজ মাওলানা হারুন অর রশিদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন