নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিকেল অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সকাল ১০টায় পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই সাহাবুদ্দিন শহরের তাজের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন (৩৪), ইয়ার্ড কলোনীর মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫) এবং মৃত রফিক উল্লাহর ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪০)। তার স্থায়ী বাড়ি নোয়াখালীর মুরাদপুরে আর বর্তমানে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ গ্রামে।
প্রেস বিজ্ঞপ্তিতে ফারজানা হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় মোমিনুল তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও সোনিয়া ওরফে সনির কাছে হস্তান্তর করছিল। এসময় তাদের গ্রেফতার করা হয়। পরে ব্যাগের ভিতর থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫টি প্যাকেটে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনএছাড়া তাদের কাছ থেকে মাদক বেচা-কেনার ৯ হাজার ৩শ’ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন