ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

তিনবার হারপিক খেয়ে বেঁচে গেলেও ৪র্থ বার বগুড়ায় এসে নারীর মৃত্যু

তিনবার হারপিক খেয়ে বেঁচে গেলেও ৪র্থ বার বগুড়ায় এসে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : তিনবার হারপিক খেয়ে বেঁচে গেলেও ৪র্থ বার এসে পোকা মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মারা গেছেন সোনিয়া বেগম নামে ৩০ বছর বয়সী এক নারী। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর)  দুপুরে তিনি বগুড়া পৌরপার্কে গ্যাস ট্যাবলেট সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। কিন্তু সেখানে ভর্তির পর ঘণ্টাখানিক পরই  তিনি মারা যান।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: গাজিউল হক বলেন, নিহত সোনিয়া বেগম যশোহর জেলার শার্শা উপজেলার সৈয়দ আলীর মেয়ে। তবে তিনি ঢাকায় থাকতেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে বগুড়া পৌরপার্কে এসে আত্মহত্যা করেন। তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তার স্বজনরা জানান, সোনিয়া মানুসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি পারিবারিক জীবনে অসুখী ছিলেন। দু’বার তার স্বামীর ঘর ভেঙে যায়। প্রথম ও দ্বিতীয় স্বামীও তাকে তালাক দেন। এতে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। তবে বগুড়ায় তিনি কার সাথে কেন এসেছিলেন তা অজানা রয়েছে।

আরও পড়ুন

স্বজনরা আরও জানান, মানসিক অশান্তির কারণে তিনি এর আগেও ঢাকায় বাড়িতে পর পর তিনবার হারপিক খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু হারপিক খেয়ে তিনবারই তিনি বেঁচে গেলেও ৪র্থ বার এসে বগুড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার এক কন্যা সন্তান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১