ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত

লালমনিরহাটে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের রোপা-আমন ধান ক্ষেত যেন সবুজের সমারোহ। বিস্তীর্ণ এলাকাজুড়ে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত। চারদিকে এক নয়নাভিরাম রোপা-আমন ধান ক্ষেতের এমন দৃশ্য। কৃষকের আগামীর সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ রোপা-আমন ধান ক্ষেতের মাঝে। শরৎ এর রোদ-বৃষ্টির খেলায় সবুজের আভা ছড়িয়ে পড়েছে চারদিকে।

কৃষকের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ। সবুজ ঘেরা রোপা-আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক-কৃষানিরা, থমকে দাঁড়ায় পথিকও। এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টি না হওয়ায় রোপা-আমন লাগাতে কৃষকদের বিড়ম্বনায় পড়তে হয়। আষাঢ় মাসের মাঝামাঝিতে রোপা-আমন ধান চাষ করার নিয়ম থাকলেও বৃষ্টি না হওয়ায় তা সম্ভব হয় নি কৃষকের পক্ষে। ধান রোপণ নিয়ে কৃষক পড়ে বিপাকে। দেরিতে বৃষ্টি হলেও ইতিমধ্যে রোপা-আমন রোপণের লক্ষ্যমাত্রার শতভাগ সম্পন্ন হয়েছে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে এ জেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৮৬হাজার ৬শ’ ৫০হেক্টর জমিতে রোপা-আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৮৫হাজার ৩শ’ ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ হয়েছে। এবারও রোপা-আমনের বাম্পার ফলন হবে বলে কৃষক-কৃষানিরা আশা করছেন।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে দেখা যায়, রোপা-আমন ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় চির সবুজ রঙ ধারণ করেছে। সবুজে ঘেরা রোপা-আমনের মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। ধান গাছ ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকেরা ক্ষেতের সার্বক্ষণিক পরিচর্যা করছেন। মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি, রোপা-আমন আবাদের জন্য আবহাওয়া রয়েছে অনুকূলে।

আরও পড়ুন

আর কিছুদিন পরই কৃষকদের রোপা-আমন ক্ষেতে বের হবে মৌ মৌ গন্ধ। সোনালী স্বপ্নে সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শূন্য গোলা। লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ বলেন, বর্তমানে রোপা-আমন ধানের ক্ষেত সবুজে ভরে উঠেছে। কৃষি অফিস থেকে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সময় মতো পরামর্শ দেওয়ায় রোপা-আমন ক্ষেতে এবার রোগবালাই কম। তাই এবারও ধানের বাম্পার ফলনের আশা করছি।

এবিষয়ে গতকাল রোববার কথা হলে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড: মো: সাইখুল আরিফিন বলেন, এ মৌসুমে ৮৬হাজার ৬শ’ ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে মোট ৮৫হাজার ৩শ’ ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমনের ফসল ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বিদেশি চকলেটের আড়ালে ডাকযোগে আসতো ভয়ংকর মাদক এমডিএমএ

বৃষ্টির মধ্যেই প্রচারণায় রাকসু প্রার্থীরা

ইনজুরিতে সাকিব, করাতে হবে অস্ত্রোপচার

আরাকান আর্মির হাতে জিম্মি ১০৪ জেলে: বিজিবি কমান্ডার