ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ৬৫টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ

বগুড়ার আদমদীঘিতে ৬৫টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে এবার ৬৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির পাশাপাশি মন্ডপ কমিটিও কাজ শুরু করেছে। পূজা আয়োজকরা মন্ডপ পরিস্কার-পরিচ্ছন্নসহ সাজসজ্জার কাজও শুরু করেছেন।

জানা গেছে, এই উপজেলায় ৬৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর ইউনিয়নে ১০টি, সান্তাহার পৌরসভায় ১০টি, সান্তাহার ইউনিয়নে ৪টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৯টি, নশরতপুর ইউনিয়নে ৭টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১২টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ইতিমধ্যে সকল মন্ডপে প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে।

আরও পড়ুন

পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সকল মন্ডপে সম্প্রীতি কমিটি গঠন কার্যক্রম চলছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক গ্রুপ গঠনসহ বিভিন্ন নির্দেশনা মন্ডপ কমিটির নেতৃবর্গকে যথাযথ পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পূজা উৎসব নির্বিঘ্ন্ন করতে প্রতিটি মন্ডপে পুলিশ বাহিনী ও আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান