ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যুক্ত হলো ৭টি বাস

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যুক্ত হলো ৭টি বাস। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা ও মহানগর প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৭টি বাসের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে যুক্ত হওয়া নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন, উপাচার্য প্রফেসর ড: মো: শওকাত আলী।

এ সময় উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: রাশেদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড: এ.বি.এম শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবি উপাচার্য বলেন, ৭টি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা দূর হবে।

ইউজিসি থেকে এক সাথে ৭টি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি।  শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় বক্তব্য রাখেন, বেরোবি’র সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড: এ.বি.এম শহিদুল ইসলাম।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের পরিচালক মো: মাসুদ রানা, রেজিস্ট্রার ড: মো: হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড: মো: তাজুল ইসলাম, প্রক্টর ড: মো: ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড: মো: ইলিয়াছ প্রামাণিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা  ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উপলক্ষে মার্কেটগুলোতে ভিড় বাড়ছে

নীলফামারীর সৈয়দপুরে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

‎বগুড়ার ধুনটে প্রেমিকাকে ধর্ষণ পালানোর সময় জনতার হাতে আটক নাজমুল গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৬৫টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ

বগুড়ার নন্দীগ্রামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যা