ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জে ডিসি অফিসের দুই কর্মচারীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে ডিসি অফিসের দুই কর্মচারীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারীর মর্মান্তিক মৃত্যুর বিচার ও ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নিহতদের সহকর্মীরা অংশ নেন।

এর আগে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মো. জমিরুল হক জুয়েল (৩৮) এবং মো. সবদর মিয়া (৩৭)। তারা দু'জনেই সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। তাদের অকাল মৃত্যুতে জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আমীন, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম আমিন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মৌসুমী চক্রবর্তী, মো. সিরাজ মিয়া, প্রসেস সার্ভার জ্যোতির্ময় সরকার কেশব প্রমুখ। 

আরও পড়ুন

মানববন্ধনে উপস্থিত একাধিক বক্তা তাদের সহকর্মীদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, জমিরুল এবং সবদর ছিলেন আমাদের পরিবারেরই সদস্য। তাদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে ঘাতক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক চালককে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় আমরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, প্রশাসনিক কর্মকর্তা শাহীনূর রহমান, প্রশাসনিক কর্মকর্তা খাদিজা বেগম, উপ-প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস, ইমাম হোসেন, রাহুল তালুকদার, সজল তালুকদার, জেলা নাজির মো: রেজ্ওয়ানুল হক রাজা, গোপনীয় সহকারী সিদ্ধার্থ শংকর রায় চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

গাজীপুরে পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার

ভালো দাম পেয়ে খুশি চাষিরা সুদিন ফিরছে সোনালী আঁশে

নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি