ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাবাকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামিকে ৩ মাস করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালতের (এপিপি) এডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রেজাউল করিম লাবু জেলার সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। কারাদন্ডপ্রাপ্তরা হলেন- রেজাউল করিম লাবুর সৎ মা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৩ মার্চ ভোররাতে নিজের শয়নঘর থেকে নিখোঁজ হন ইদ্রিস আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুরে গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

এই ঘটনায় নিহত ইদ্রিস আলীর ছেলে রেজাউল করিম লাবু বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদি হয়ে রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক  এই রায় ঘোষণা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইদ্রিস হত্যা মামলাটি তদন্তকালে বাদি রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকাকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

অবশেষে গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বগুড়ার গাবতলীতে বিধবার জমি দখলের চেষ্টায় আদালতে মামলা

আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

অসদাচরণের দায়ে অবসরে অতি. ডিআইজি মিলন

দশ বছর অপেক্ষার পরও নতুন সিনেমা করা হলো না ববিতার