অতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদে বোনারপাড়া সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : বোনারপাড়া সরকারি কলেজ কর্তৃক ফরম ফিলাপের ফি অতিরিক্ত হওয়ায় তা কমানোর দাবিতে মানববন্ধন করে বোনারপাড়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বোনারপাড়া সরকারি কলেজ গেটে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনিরুজ্জামান শুভ, শাকিল আহমেদ রুদ্র, মেজবাহুল মীম, রাফিদুল ইসলাম রাফিদ, আরাফাত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর জীবনযাপন করেন। শিক্ষার ব্যয় বৃদ্ধি করে শিক্ষা গ্রহণের পথকে সংকোচিত করার নজির আমরা দেখতে পাচ্ছি। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পরীক্ষার ফর্ম ফিলাপের ফি বাড়ানো। সেশন ফি এর নামে অতিরিক্ত ফি চাপিয়ে দেয়া হচ্ছে। ইনকোর্স পরীক্ষার ফি ৬শ’ টাকা দেয়ার পরও আবার ১৫০ টাকা অতিরিক্ত যুক্ত করেছে কলেজ প্রশাসন।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী প্রতি সাবজেক্ট এর ফি যে হারে বাড়ানো হয়েছে তা ন্যাক্কারজনক। বোনারপাড়া সরকারি কলেজের শিক্ষার্থী তা ঘৃণাভরে প্রত্যাখান করছে। মানববন্ধন পরবর্তী সময়ে গণস্বাক্ষর কর্মসূচি ও অধ্যক্ষ বরাবর স্বারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। কিন্তু কলেজ প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসেননি। তাদের এমন অবস্থানের তীব্র নিন্দা জানায় শিক্ষার্থীরা।
মন্তব্য করুন