ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

গাজীপুরে পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

গাজীপুরে খেলনা পিস্তল দেখিয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি খেলনা পিস্তল, দুইটি লোহার পাইপ ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। 

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত দুই যুবক গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) ও ভোলা জেলার সদর থানার মোসারফ হোসেনের ছেলে শিহাব মোশারফ সৈকত (২৩)।  

আরও পড়ুন

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা দুই যুবক খেলনা পিস্তল ও লোহার পাইপ নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছিলেন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করেন। 

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে খেলনা পিস্তল ছিল, এছাড়া এপিবিএন পুলিশের আইডি কার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

অবশেষে গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বগুড়ার গাবতলীতে বিধবার জমি দখলের চেষ্টায় আদালতে মামলা

আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

অসদাচরণের দায়ে অবসরে অতি. ডিআইজি মিলন

দশ বছর অপেক্ষার পরও নতুন সিনেমা করা হলো না ববিতার