ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাম্প্রতিক সময়ের দর্শকপ্রিয় চার সিনেমায় আলোচিত নার্গিস

নার্গিস।

অভি মঈনুদ্দীন ঃ তিনি নার্গিস। নাটক ও সিনেমার গুনী একজন অভিনেত্রী। অনেকেই তাকে এমনতি চিনেন জানেন। তবে অনেকেই অনেক সময় তার নামটি মনে করতে পারেন না। আবার তিনি আমাদের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারার ছোট বোন।

চলচ্চিত্রে যার শুরুটা হয়েছিলো একজন নায়িকা হয়ে। পরবর্তীতে নায়িকা থেকে বহু চলচ্চিত্রে বোন, ভাবী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন। নার্গিস’র ধারনা তার সময়কালের অনেক প্রযোজক, পরিচালক নাটকে এবং চলচ্চিত্রে নেই বলে তিনিও খুব একটা ডাক পাননা কর্মক্ষেত্রে। তারপরও নির্মাতা মাসুদ পথিকের আহ্বানে সাড়া দিয়ে নার্গিস ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছিলেন। আর এই চরিত্রে অভিনয়ের জন্যই তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন ২০২০ সালে পার্শ্বচরিত্রের জন্য। প্রথমবার পুরস্কার পেয়ে ভীষণ আনন্দিত ছিলেন তিনি। তবে নার্গিসকে এখনো নিয়মিত কাজে পাওয়া যায় না। এর কারণ কী তিনি নিজেও জানে না। তবে তিনি অভিনয় করতে চান নিয়মিত।

এরইমধ্যে তিনি রাসেল সিকদারের নির্দেশনায় একটি বেসরকারী ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তিন/চারদিন আগেই রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনটি শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ের আলোচিত চার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সিনেমাগুলো হচ্ছে ‘তাণ্ডব’,‘ দাগী’,‘ নীলচক্র’ ও গত শুক্রবার মুক্তি পাওয়া ‘নন্দিনী’ সিনেমা। ‘তাণ্ডব’,‘ দাগী’ ও ‘নীলচক্র’তে অভিনয় করে বেশ সাড়া পেয়েছেন তিনি।

আরও পড়ুন

নার্গিস বলেন,‘ জীবনে অনেক নাটক সিনেমায় অভিনয় করেছি। টুকটাক বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। সাম্প্রতিক সময়ের চারটি সিনেমাতে অভিনয় করে আমি বেশ সাড়া পেয়েছি। বিশেষত তাণ্ডব, দাগী ও নীলচক্র’তে কাজ করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। ধন্যবাদ জানাই প্রতিটি সিনেমার পরিচালক, প্রযোজকদের। নন্দিনী সিনেমাটিও খুউব ভালো। দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ নির্মাতা রাসেল শিকদার’কে নতুন বিজ্ঞাপনে আমাকে কাজ করার সুযোগ করে দেবার জন্য। সত্যি বলতে কী এখন কাজের মাঝেই থাকতে ভালোলাগে। কাজের মাঝে থাকলেই সুস্থ থাকি।’ নার্গিস তার দুই সন্তান তুলতুলি ও বাঁধনকে নিয়ে সুখে আছেন। নার্গিসের বাবা বাবা জামাল উদ্দিন মোল্লা ও মা ফরিদুন্নেসা। নার্গিস ছোটবেলায় কমার্শিয়াল স্টেজ শো গুলোতে তিনি অভিনয় করতেন। তার অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘কুয়াশার কান্না’। এরপর আরো বহু মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছিলেন।

বাংলাদেশ টেলিভিশনের ‘আয়না’ সিরিজে তিনি অভিনয় করেছেন। পাশাপাশি ‘বউ কথা কও’,‘হীরামন’-এ অভিনয় করেছেন। ১৯৭৩ সালে খান আতাউর রহমান প্রযোজিত ‘ঝড়ের পাখি’ সিনেমাতে হোসনে আরা থেকে নার্গিস হয়ে অভিনয় শুরু করেন। ‘ঝড়ের পাখির’র পর নার্গিস ‘অবদান’, ‘গুনাহগার’, ‘চম্পাচামেলী’,‘ভাই আমার ভাই’, ‘আদালত’, ‘নোলক’, ‘ফকির মজনু শাহ’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘রং বেরং’, ‘মায়ার বাঁধন’, ‘সারেং বউ’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘কলংকিনী’, ‘রামের সুমতি’,‘ সংঘর্ষ’, ‘পিঞ্জর’সহ আরো বহু চলচ্চিত্রে অভিনয় করেন। নার্গিসের নিজের প্রিয় চলচ্চিত্র শিবলী সাদিক পরিচালিত ‘নোলক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন

জয়পুরহাটের আক্কেলপুুরে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার