ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীর সাথে শারীরিক সম্পর্কের পর তা ভিডিও করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নিয়মিত শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামিম রেজার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী ওই নেতার বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যানী গ্রামের জনৈক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে তা ভিডিও করে রেখে দেয় সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ও চরকল্যানী গ্রামের মৃত সালাম মন্ডলের ছেলে শামিম রেজা (২৮)। পরবর্তীতে ভুক্তভোগী স্কুলছাত্রী খোঁজ নিয়ে জানতে পারে শামিম বিবাহিত তখন সে সম্পর্ক ছিন্ন করতে চাইলে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার সাথে নিয়মিত শারীরিক সম্পর্কে বাধ্য করতো শামিম।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১১ টায় দিকে শামিম ওই স্কুল ছাত্রীর ঘরে গিয়ে শারীরিক সম্পর্ক করতে চাইলে তাতে রাজী না হলে তখনি সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকিতে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে বিষয়টি মেয়ের পরিবার টের পেয়ে ঘরে গিয়ে শামিমকে দেখে ফেলে এবং সব কিছু জেনে যায়।

সে সময় মেয়ের পরিবারের লোকজন শামিমকে আটকে রাখলে সে মোবাইলে তার লোকজনকে বিষয়টি জানালে চরকল্যানী গ্রামের মোতালেব, খোকন ও নাহিদসহ ৫/৭ জন মেয়ের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে তাকে ছিনিয়ে নিয়ে আসে।

আরও পড়ুন

এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে শামিমের লোকজন মেয়ের বাবাকে হুমকি দেয় বাড়াবাড়ি করলে এগুলো ফেসবুকে ছড়িয়ে দেয়ার পাশাপাশি এলাকায় থাকতে দেয়া হবেনা। এই ঘটনায় গতকাল শনিবার দুপুরে ভুক্তভোগী স্কুলছাত্রী বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বাজু বলেন, শামিম রেজা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক, বিষয়টি শুনেছি তাকে মেয়ের বাড়ি থেকে জোর করে আনা হয়েছে। ইতিমধ্যেই দলীয় তদন্ত কমিটি করা হয়েছে রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দীন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন